পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় লবণ ব্যবসায়ী নুরুল আবছার প্রকাশ মনু কোম্পানিকে মারধর করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল টার দিকে মগনামা ইউনিয়নের ফুলতালা স্টেশনের মাদ্রাসা গেট সংলগ্ন এরিয়ায় এ ঘটনা ঘটে।
আহত লবণ ব্যবসায়ী একই ইউনিয়নের লাল মিয়া পাড়া মৃত আবদু ছত্তরের ছেলে।
আহত ব্যবসায়ী মনু কোম্পানি বলেন, ১৯৯১ সাল থেকে আমি লবণ ব্যবসায়ী। অধীনে ৫০জনের মত ক্ষুদ্র লবণ ব্যবসায়ী রয়েছে।
ঈদে মিলাদুন্নবী (সা.) এর ফাতেহা উপলক্ষ্যে আমার অধীনে থাকা ক্ষুদ্র লবণ চাষীদের খরচের টাকা দিতে গতকাল পেকুয়া বাজারস্থ ইসলামি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেছি।
সোমবার সকালে রমিজ আহমদের ছেলে মোকাম্মেল, আকতার আহমদের ছেলে আবদুল মজিদ, ফকির মোহাম্মদের ছেলে মো. কলিম ও মৃত বদিউল আলমের ছেলে মো. হালিমসহ আরো বেশ কয়েকজন ক্ষুদ্র লবণ চাষিকে টাকা দেয়ার জন্য ওই টাকা নিয়ে ফুলতালা স্টেশনে যাচ্ছিলাম। মগনামা ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছিনতাইকারী সিরাজুল ইসলামের ছেলে জানে আলম ও শওকত আলমসহ অজ্ঞাত পরিচয় আরো দুইজন নিয়ে মাদ্রাসা গেইট সংলগ্ন এরিয়ায় আমার গতিরোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে আমার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগ নেতা বাবুলের বাড়ির দিকে চলে যায়। ওই ঘটনার পরপর আমার ভাই মো. নুরসহ আরো কয়েকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ৩ং ওয়ার্ডের ইউপি সদস্য আমির উদ্দিনকে মুঠোফোনে অবগত করার পর বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে সরাসরি এসে অভিযোগ দায়ের করি। এই ঘটনায় আমি টাকা উদ্ধারের পাশাপাশি ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আহতের ভাই মো. নুর বলেন, আমি সকালে ফুলতালা স্টেশনে একটি দোকানে বসে নাস্তা করছিলাম। ওই সময় একজন জানান, আমার ভাই মনু কোম্পানিকে মারধর করছে কিছু লোক। দ্রুত গিয়ে দেখি আমার ভাইকে আহত করে জানে আলম ও শওকত আলমসহ আরো কয়েকজন আ’লীগ নেতা বাবুলের বাড়ির ভিতর চলে যাচ্ছে। ওই সময় ভাই জানায়, তার কাছে রক্ষিত ৫০হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা। তারা সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মগনামা ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য আমির উদ্দিন জানান, বাংলাদেশ সেনাবাহিনীর পেকুয়ার অফিসের এক অফিসার আমাকে ফোন দিয়ে মনু কোম্পানির বিষয়টি অবগত করেছে। এরপর আমি মনু কোম্পানির সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জেনে নিয়েছি। জানে আলম ও শওকত আলমকে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য খবর দিয়েছি। এছাড়াও ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিয়ে সুষ্ঠু সুরহা করে দিব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।