প্রেস বিজ্ঞপ্তি;

নবাগত কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নেতৃবৃন্দ। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে যেতে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে দেশপ্রেমিক, দায়িত্ব সচেতন সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় আলেম-ওলামাদের ভূমিকা স্মরণ করে এ ধারা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকারী নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় নেজামে ইসলাম পার্টির অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনোত্তর রাষ্ট্র পুনর্গঠনেও নেজামে ইসলাম পার্টির গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জেলা আমির মাওলানা আব্দুল খালেক নিজামীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকারী প্রতিনিধি দলে ছিলেন, জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, প্রশিক্ষণ সম্পাদক ও পৌর আমির মাওলানা খালেদ সাইফী, জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, পৌর সাধারণ সম্পাদক মুফতি ইউছুফ মক্কী, অর্থ সম্পাদক মাওলানা জামাল হোসাইন ছিদ্দিকী, সদর উপজেলার মাওলানা হাফেজ মোহাম্মদ শফী, মাওলানা ফয়জুল করিম, জেলা ইসলামি যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, জেলা ইসলামি ছাত্রসমাজের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ প্রমুখ।