সিবিএন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে কক্সবাজারে নারীর হেনস্তার একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে রাতের বেলা এক নারীকে কান ধরে ওঠবস করতে বাধ্য করা হচ্ছে। একদল জনতা ওই নারীকে লাঠি দিয়ে মারধর করছে এবং তার কান ধরে ওঠবসের গণনা করছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সংশ্লিষ্ট যুবককে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জাবেদ মাহমুদ জানিয়েছেন, অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি তার দোষ স্বীকার করেছেন। তবে এখনো তাকে গ্রেফতার করা হয়নি।
ওসি জানান, ভিডিওতে ঘটনা স্পষ্টভাবে ধরা পড়েছে। তবে গ্রেফতার বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে। অভিযুক্ত যুবক চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা।
এ ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।