আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের মা জাহানারা বেগম আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ আগষ্ট) রাত ১০ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী রাজঘাট এলাকার মোহাম্মদ শফির সহধর্মিণী।
সম্প্রতি তিনি ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান -সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে প্রদান করেছেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল্ নোমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমার জন্য আল্লাহর নিকট সর্বোচ্চ জন্নাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
শনিবার(৩১ আগষ্ট) সকাল ১১ টায় পোকখালীর গোমাতলী রাজঘাট জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।