বলরাম দাশ অনুপম:
ঈদগাঁও ও রামু উপজেলার বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল।
তিনি বৃহস্পতিবার (২২ আগষ্ট) দিনব্যাপি ঈদগাঁও উপজেলার পাল পাড়া, বাঁশঘাটা, ঈদগাঁও বাজার ও রামু উপজেলার জোয়ারিয়ানালায় দূর্গত মানুষের মাঝে এই শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া নদীর ভাঙ্গন পরিদর্শন করেন।
এসময় সদর-রামু ও ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহবান জানান। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
