উখিয়া সংবাদদাতা:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি জি-৩ রাইফেল ও ১০ রাউন্ড গুলিসহ হত্যা মামলার এজেহারনামীয় রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ছাদেক হোসেন প্রকাশ কালা পুতুকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৭আগস্ট) ভোররাত সাড়ে ৫টার দিকে উখিয়া কুতুপালং ৪ নম্বার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় এলাকার হোপ হাসপাতালের পিছনে খেলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)৷ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে কুতুপালং ৪ নম্বার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা সঙ্গীয় অফিসার-ফোর্সসহ হোপ হাসপাতালে পেছনে খেলার মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ছাদেক হোসেন প্রকাশ কালা পুতু (২৪) কে গ্রেফতার করেন। সে ৪ নম্বার রোহিঙ্গা ক্যাম্পের সাব ব্লক-এ/২ এর বাসিন্দা হাফেজ আহম্মেদের ছেলে। যার এফসিএন নম্বর-৬৫২১৪৯।

তিনি বলেন, “গ্রেফতার সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশি জি-৩ রাইফেল এবং ১০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তার নামে উখিয়া ও টেকনাফ থানায় হত্যা মামলা রয়েছে। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।