মো. নুরুল করিম আরমান, লামা:

‘নিজ আঙ্গিনায় পরিষ্কার, সবাই মিলে সুস্থ থাকি, তিন দিনের এক দিন জমা পানি ফেলে দিন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের হেব্রোণ মিশনে বেসরকারি সংস্থা আগাপে কর্তৃক পরিচালিত কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিলছড়ি-বিডি’র আওতায় ৩৩৪ জন উপকারভোগী
অভিভাবকসহ শিশুদের ডেঙ্গু প্রাদুর্ভাব ও মশার উপদ্রব বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ
র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে হেব্রোণ মিশন মিলনায়তনে এলসিসি চেয়ারম্যান মনতাজন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন-বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুর রহমান।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে
সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন- সংস্থার প্রকল্প ব্যবস্থাপক যোনা ত্রিপুরা।

আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য ডাক্তারদের কোন ভূমিকা নেই। অভিভাবক ও এলাকার জনগণের উচিত
চারপাশ পরিচ্ছন্ন রাখা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং জমা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বিশেষ উপায় ব্যক্ত করেন বক্তারা।