এম বশির উল্লাহ, মহেশখালী:

মহেশখালী দ্বীপে সম্প্রতি ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বিশ্বের সর্ববৃহৎ সেবা প্রদানকারী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। শুক্রবার দুপুরে বড় মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের মাঠে এলসিআইএফ ইমার্জেন্সি গ্রান্ট এর এ ত্রাণ-সাহায্য মহেশখালীতে মোখায় ক্ষতিগ্রস্ত ২শত পরিবারের সদস্যদের হাতে দেন লায়ন্স ক্লাব।

এতে প্রধান অতিথি ছিলেন গভর্নর ইন্জিনিয়ার লায়ন মোস্তফা কামাল পিএনজি। বিশেষ অতিথি ছিলেন মহেশখালীর সন্তান ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন (ক্লাব)এবং আই.পি.পি. রোকন উদ্দিন মুহাম্মদ আল মামুন। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, শাড়ি, লুঙ্গি, ঔষধ ও খাবার স্যালাইন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর মোস্তফা কামাল বলেন- এক’শ বছরের অধিকাল সময় ধরে সারা বিশ্বের প্রায় দু’শতাধিক দেশে আর্থ-মানবতার সেবায় সর্বাগ্রে কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। বিশ্বের যেকোনো স্থানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন লায়ন্স ক্লাবের সদস্যরা। মহেশখালীতে লায়ন্স ক্লাবের পরিচালনায় একটি শক্তিশালী লিও ক্লাব রয়েছে উক্ত ক্লাবের একঝাঁক তরুণ নিজউদ্যোগে সমাজ সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লায়ন্স জেলা ৩১৫ এ-১ এর উদ্যোগে মহেশখালীর ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আমরা আজও ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

এ সময় খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি মোখার প্রভাবে নিহত ৩জন লবণ শ্রমিকের স্ত্রীদের হাতে নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে। মহেশখালীতে প্রথমবার এই ধরনের ত্রাণ সহায়তায় ব্যাপক সাড়া ফেলেছে ত্রাণ মানুষের মাঝে।

এ সময় বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজি(ইলেক্ট) দেওয়ান মোহাম্মদ সালা উদ্দিন, কেবিনেট ত্রাণ ইঞ্জ: নিয়াজ উদ্দিন ত্রাণ, জেলা এলসিএস কায়কোবাদ মোহাম্মদ শরিফুজ্জামান, সাধারণ কমিটির চেয়ারম্যান জাফর বাদশা,গাইডিং লায়ন ও ডিস্ট্রিক কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন কাজি বাসেত, ক্লাব সেক্রেটারি লায়ন শামসুদ্দিন ফারুকী,লায়ন ডিরেক্টর নজরুল ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট (ইলেক্ট) অ্যাডভোকেট একরামুল হুদা, ক্লাব সেক্রেটারি (ইলেক্ট)প্রিন্সিপাল দিদার উল্লাহ,ডিরেক্টর রহমত উল্লাহ কাজল,ডিরেক্টর জসিম উদ্দিন, ডিরেক্টর আ স ম জাহেদুল হক নাহিদ, ডিরেক্টর জাহাঙ্গীর, ডিরেক্টর এড. হুমাউন, ইউপি সদস্য দলিলুর রহমান ও ইউপি সদস্য সফিউল আলমসহ অন্যরা।

প্রসঙ্গত: লায়ন্স ক্লাব বিগত সময়ে মহেশখালী ও কক্সবাজারে বিভিন্ন দুর্যোগ-দুঃসময়ে মানুষের মানবিকতা নিয়ে দাঁড়িয়েছে। মানুষের ভালোবাসা ও প্রশংসাও কুড়িয়েছেন তারা।