চকরিয়া প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষায় কক্সবাজারের চকরিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । ১৫ই জুন বৃহস্পতিবার বিকাল ৪টায় ফাঁসিয়াখালীস্থ চকরিয়া কমার্স কলেজের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মসূচীতে শতাধিক বনজ,ফলজ বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এইচ এম রুহুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে সাধারণ সম্পাদক ইসফাতুল ইসলাম জিসান সার্বিক তত্ত্বাবধান করেন। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও চকরিয়া কমার্স কলেজের প্রিন্সিপাল শওকত ইসলাম, সাবেক সভাপতি মাহমুদুল করিম পাইলট, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মোহাম্মদ হিজবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন টিট,বাবলা ও অনুপমসহ বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো, ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা। গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে নেতারা বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন নেবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে, সে জন্য যত্ন করতে হবে। সেই গাছ একদিন ফল দেবে, কাঠ দেবে বা ওষুধ দেবে; আপনারা নানাভাবে উপকৃত হবেন।’
