সংবাদ বিজ্ঞপ্তি:
সদ্য সমাপ্ত হওয়া কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মাহবুবুর রহমান চৌধুরী। এছাড়া রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ৪নং ওয়ার্ড থেকে এহেসান উল্লাহ কাউন্সিলর এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ড থেকে দ্বিতীয় বারের মতো ইয়াছমিন আক্তার মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অভূতপূর্ব এই সাফল্যে তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটি। এই ৩ জনপ্রতিনিধির ছোঁয়ায় বৃহত্তর টেকপাড়াসহ পৌর এলাকার আমূল পরিবর্তন ও কাঙ্খিত উন্নয়ন হবে বলে প্রত্যাশা বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির।
বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
