আজিজুল হক রানা:
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমন এবং সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ‘ধর্ম যার যার উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নাইক্ষ্যংছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিতকতায় যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উদযাপন উপলক্ষ্যে (২৫ ডিসেম্বর রবিবার) নাইক্ষ্যংছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার ০৬টি গির্জায় ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিমের দিকনির্দেশনায় খ্রীষ্টান ধর্মালম্বীদের মধ্যে আর্থিক অনুদান এবং গির্জায় গির্জায় গিয়ে মিষ্টি বিতরণ করেন ১১ বিজিবির সদস্যরা এ সময় স্থানীয় জন প্রতিনিধি গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার দুর্গম বাইসাং ত্রিপুরা পাড়ায় সর্ব প্রথম বিজিবি কতৃক আর্থিক অনুদান ও মিষ্টি পেয়ে মহা খুশি হয়েছেন বলে জানালেন এন্ড্রু ডাইস ও সুমি ত্রিপুরা তারা জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা বলেন, অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভবিষ্যতেও বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।