আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ছৈয়দ হোছেন রাহিম (৪)। সে স্থানীয় আকতারুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে রাহিম। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাইশারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিদ্যুৎ সংযোগ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।