আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সময় একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর (ভেকু) মেশিন জব্দ করেছে প্রশাসন।

শনিবার (১৯ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশারতলী তাফহীমুল কোরআন দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি), উপজেলা প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী।

অভিযানকালে পাহাড় কাটায় ব্যবহৃত ডাম্পার ও এস্কেভেটর জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও।

তিনি বলেন, “পাহাড় কাটা পরিবেশের মারাত্মক ক্ষতি করে এবং এটি পরিবেশ আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।