আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮,৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।
রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুআমতলী বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত পিলার ৩৯ থেকে প্রায় ৭.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুতুপালং রাস্তার মাথা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
অভিযান সম্পর্কে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তরের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক প্রবাহ রোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
