নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি, সিবিএন
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে উপজেলার ৪১ নম্বর সীমান্ত পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, আহত সদস্যের নাম নায়েক আকতার হোসেন। তিনি ৩৪ বিজিবি রেজু আমতলী বিওপি-তে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রেজু আমতলী বিওপি এলাকার অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় নায়েক আকতার হোসেন মাইন বিস্ফোরণের শিকার হন। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
