সিবিএন ডেস্ক:
বিস্তারিত: পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরির মাধ্যমে কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে, তবে তাদের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তা দেওয়া হবে এবং যারা এ ঘটনায় জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে।
খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে স্থানীয়দের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, কোনো অঞ্চলে অশান্তি থাকলে তার প্রভাব সারা দেশে পড়ে। তাই দেশকে শান্ত রাখতে সবাইকে একসঙ্গে থাকতে হবে।
সম্প্রতি খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং ৫০ থেকে ৬০টি দোকান ও বাড়ি পুড়ে গেছে। এই সংঘর্ষের শুরু হয় স্লুইসগেইট এলাকায় গণপিটুনিতে একজনের মৃত্যু ঘিরে, যা পরে আরও বড় আকার ধারণ করে।