আজিজুর রহমান রাজু, ঈদগাঁও :
ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে দুইটি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ইসলামাবাদ ইউনিয়নের মেসার্স আর কে সি ব্রিক্সকে ৫০ হাজার টাকা এবং ঈদগাঁও ইউনিয়নের মেসার্স তাজ ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও ঈদগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ঈদগাঁওতে দুইটি অবৈধ ইটভাটাকে জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
