আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে বাজারের পূর্ব পাশে হাফেজখানা সংলগ্ন মার্কেটে এই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে— শহিদুল্লাহর মুদি দোকান, জসিম উদ্দীন (প্রকাশ কিরণ)-এর রাবারের গুদাম, ধলু মিয়ার চায়ের দোকান, নুরুল আলমের কুলিং কর্নার, আবদুর শুক্কুরের ফার্নিচারের দোকান, শহিদুল্লাহর মালামালের গুদাম এবং জসিম উদ্দীনের চালের গুদাম।
প্রত্যক্ষদর্শী বাজার প্রহরী হাকিম আলী জানান, তিনি প্রথমে জসিম উদ্দীনের রাবারের গুদামে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি বাজার কমিটির সভাপতি আবদুল করিম বান্ডুকে জানান। পরে তিনি মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের বিপর্যয় থেকে বাজারের বাকি শতাধিক দোকান রক্ষা পায়।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
বাজার কমিটির সভাপতি আবদুল করিম বান্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহিদুল আলম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে, যাতে তাঁদের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়া যায়।”
