আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার তেমুহনি চত্বরে প্রকাশ্যে এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত ডাকাত নুর কামাল ওরফে ডাকাত কামাল। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
হুমকির শিকার সাংবাদিক মফিজুর রহমান নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য এবং জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাংবাদিক মফিজুর রহমান স্থানীয় কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন। এসময় হঠাৎ সেখানে উপস্থিত হয় ডাকাত কামাল এবং অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে সাংবাদিককে উদ্দেশ্য করে বলে— “তোকে গলা কেটে ফেলব, বেশি বুদ্ধি দেখাস না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নুর কামাল ওরফে ডাকাত কামাল কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আজিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে সে ঈদগড়-বাইশারী সড়ক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রতিদিনই সে ওই সড়কে চলাচলকারী ট্রাক, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে। সম্প্রতি ঈদগড়ে মিজান নামে এক ব্যক্তির হাত কেটে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, ডাকাত কামালের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও সে রহস্যজনকভাবে ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
সাংবাদিক মফিজুর রহমান জানান, নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, “একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত গুরুতর বিষয়। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় সচেতন মহল অবিলম্বে কুখ্যাত ডাকাত নুর কামালের গ্রেপ্তার ও তার দৌরাত্ম্যের অবসান ঘটাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
