আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে আবারও বড় আকারের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকা থেকে ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বিজিবির সূত্র জানায়, সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তের ৪৪/১ পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি করে একটি ব্যাগে রাখা ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস. এম. কফিল উদ্দিন কায়েস বলেন,
“মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যতদিন সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা চলবে, বিজিবির অভিযানও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তবর্তী এ উপজেলার বিভিন্ন সীমান্তপথ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত অভিযান সত্ত্বেও ইয়াবা পাচার ঠেকানো এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের সফল অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
