নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম-এর স্মরণে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষকরা তাঁদের বক্তব্যে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সাহিত্যকর্ম, একাডেমিক অবদান, চিন্তাশক্তি এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্মরণ সভায় প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, “সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের ইংরেজি সাহিত্যের এক অনন্য আলোকবর্তিকা। তিনি শুধু একজন শিক্ষক নন, বরং এক প্রজন্মের চিন্তা ও মূল্যবোধ গঠনে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর সাহিত্যকর্মে বাংলাদেশি জীবনের অভিজ্ঞতা, স্বপ্ন ও সংগ্রাম গভীরভাবে প্রতিফলিত হয়েছে।”

প্রয়াত অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ সময় ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।