সিবিএন ডেস্ক:
কক্সবাজার সিটি কলেজের এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন সম্ভব না হওয়ায়, কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর এডহক কমিটি পুনর্গঠনের আবেদন করে।

এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বর্তমান সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীনকে সভাপতি করে কক্সবাজার সিটি কলেজের পুনর্গঠিত এডহক কমিটি অনুমোদন প্রদান করে।

নতুন কমিটিতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এবং আবদুল মাবুদ চৌধুরীকে পুনরায় প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মনোনীত করা হয়।

পুনর্গঠিত কমিটি অনুমোদন প্রাপ্তির পর নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় গত ০৫ অক্টোবর ২০২৫ ইং (রবিবার) বিকাল ৩ টায় অধ্যক্ষের কার্যালয়ে।

সভায় নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কলেজের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।