বার্তা পরিবেশক
সদরের খুরুস্কুল মামুনপাড়াস্থ অদুদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র আবদুল মালেক (১৩ বছর) ৭ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। গত ২৪ জুলাই বিকাল ৫ টায় মাদ্রাসা থেকে বের হয়ে অদ্যাবধি বাসায় কিংবা মাদ্রাসায় ফিরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজার পর কোথাও না পেয়ে কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন পিতা মোঃ আতিকুল ইসলাম।
(ডায়েরি নং ২৩২৭, তারিখ ২৯-৭-২৫ খৃঃ)। নিখোঁজ আবদুল মালেক পৌরসভার ১২ নং ওয়ার্ড কলাতলির সুলতানপুরের মো: আতিকুল ইসলাম ও কহিনুর আক্তারের প্রথম পুত্র। কোন হৃদয়বান সন্তানকে খুঁজে পেলে ০১৯২৭৮১৪৭৬৭ ( পিতা), ০১৮১০ ২৫১৬৮৭ ( মামা) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
