সংবাদ বিজ্ঞপ্তি:
ককসবাজার শহরের স্বনামধন্য হিফয শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা কক্সবাজার এর ২ জন শিক্ষার্থীকে হিফয সবক প্রদান করা হয়।

১ লা জুন বিকেল ৩ টায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজীর পরিচালনায় অনুষ্ঠিত হিফয সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী খুরুশকুল অদুদিয়া তালীমুদ্দীন মাদরাসার পরিচালক মাওলানা মুফতী এমদাদুল্লাহ।

সবক গ্রহণকারী দুই শিক্ষার্থী হলেন, টেকনাফের হ্নীলা হোয়াইক্ষং এলাকার এক সম্ভান্ত্র পরিবারের সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী আবছার কামালের সন্তান হামদান মুনতাকিম এবং মহেশখালী মৃত্যু বশির আহমদের সন্তান আহিয়ান বিন বশির।

তারা পরিপূর্ণ নাজেরা সমাপ্ত করায় হিফয সবক প্রদান করা হয়।

এই সুন্দর আয়োজনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ককসবাজার জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা দারুসসালাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম মনজু।

এ সময় অভিভাবক আবছার কামাল, সরওয়ার কামাল, রাবেতাতুল উলামা ওয়াত তুলবা ককসবাজার এর মহাসচিব মাওলানা উসমান, শিক্ষক হাফেজ কামাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ ইবরাহীম, হাফেজ আয়াসুদ্দীন উপস্থিত ছিলেন।

একই দিন শিক্ষার্থীদের দি মাসিক রিপোর্ট পেশ, পর্যালোচনা, শিক্ষকদের পরামর্শ, মাদরাসা কর্তৃপক্ষের মূল্যায়ণ, শিক্ষকদের সাথে মতবিনিময় এবং নসীহত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উপস্থিত অভিভাবক, শিক্ষকদেরকে ধন্যবাদ জানান মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী।