আবুল কালাম, চট্টগ্রাম :

নগরীর চান্দগাঁও পাঠানিয়া গোদা চুনারটাল শাহ আমানত স্টোরের পশ্চিম পাশের মনু সওদাগরের বিল্ডিংয়ে মোঃ আবু ছৈয়দ নামে ৭১ বছর বয়সী এক বৃদ্ধকে চাঁদার দাবিতে আটকে রেখে মারধর করে সাধারণ জখম ও হুমকি প্রদর্শন করার ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলো -সাহিমা আক্তার ওরফে সুমি (২২), লাকী আক্তার (২০) ও জুলেখা খাতুন (৫২)

শনিবার (৯ ডিসেম্বর) থানা সূত্রে নিশ্চিত করা হয় অভিযুক্তদের চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা চুনারটাল শাহ আমানত স্টোরের পশ্চিম পাশের মনু সওদাগরের বিল্ডিংয়ের ৩য় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অভিযুক্ত সাহিমা আক্তার সুমি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ১৩নং মন্দরী ইউনিয়ন এলাকার সুনামপুর ফকির বাড়ীর মোঃ সোহাগ মিয়ার স্ত্রী, লাকী আক্তার চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানা্ধীন ৭নং ইউনিয়নের জুলধা এলাকার নজরুল্লা হাজী বাড়ির নুর মোহাম্মদ ছেলে জুলেখা খাতুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন ঝিন্নাতপুর, কড়ইবাড়ী এলাকার তারোক মেম্বারের বাড়ীর মৃত ছন্দু মিয়া স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির।

ভিকটিম মোঃ আবু ছৈয়দ (৭১) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও জেলার ৫নং ওয়ার্ডের পূর্ব মোহরা দেওয়ান মহসিন রোডের আবুদুর রশিদ কেরানী বাড়ীর মৃত আবদুল হামিদ ছেলে।