মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপি, জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা অবস্থান করছে। কিন্তু এতে দেখা দিয়েছে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নেতাকর্মীরা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকায় আসা নেতাকর্মীদের।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আজ শনিবার দুপুর ২টা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
নয়াপল্টন এলাকা ঘুরে দেখা গেছে, সমাবেশে অংশগ্রহণ করতে গত দুই-তিনদিন থেকেই ঢাকায় আসতে শুরু করেন সারা দেশের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় নেতাকর্মীদের অবস্থান নিয়েছে। নেতাকর্মীদের মিছিলে মিছিলে আসার কারণে ঢল নামে পল্টনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতাকর্মীতে পরিপূর্ণ হয়েছে পল্টনের আশপাশের কয়েক কিলোমিটার এলাকার রাস্তা ও গলিপথ।
মোবাইল নেটওয়ার্কের এই বিভ্রাটের কারণে কর্মরত বিভিন্ন সাংবাদিকদেরও সংবাদ ও রিপোর্ট পাঠাতে সমস্যা হচ্ছে। অনলাইন পত্রিকার একজন সাংবাদিক বলেন, পল্টন থেকে অনেকক্ষণ অপেক্ষা করেও রিপোর্ট, ছবি ও ভিডিও পাঠাতে পারিনি অফিসে। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে পাঠিয়েছি।
লাইভ করতে পারছেন না বলেও জানিয়েছেন একাধিক পত্রিকার মাল্টিমিডিয়ার সাংবাদিক। তারা বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভ করতে গিয়ে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
