নিজস্ব প্রতিবেদকঃ
“আমি হাফেজ হতে চাই” কী চমৎকার কথা! সুরের ব্যঞ্জনা অসাধারণ। গেয়েছে শিশু শিল্পী আম্মার হায়দার। যেটি তার জীবনের প্রথম মৌলিক নাশিদ।
শিশুতোষ গানটি লিখেছেন ও সুরারোপ করেছেন শিশুশিল্পী আম্মারের গর্বিত পিতা জনপ্রিয় শিল্পী রিয়াদ হায়দার।
অসাধারণ নাশিদটি অডিও ও ভিডিও নির্মাণ করেছে স্বনামধন্য রেকর্ডিং স্টুডিও ‘সুরেলা’।
গানটির মিক্স মাষ্টারিং করেছে তরুণ সাউন্ড ডিজাইনার শাফায়েত মুনায়েম। ভিডিও সম্পাদনা করেছেন নজরুল মাহের।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সুরেলা স্টুডিও থেকে “আমি হাফেজ হতে চাই” রিলিজ হবে।
গানটি বহুল জনপ্রিয়তা পাবে আশাবাদ ব্যক্ত করেছেন সুরেলা আর্টিষ্ট টিমের পরিচালক জনপ্রিয় গীতিকার সাইফ সালমান।
সুরেলা আর্টিষ্ট টিমের সদস্য সচিব উদীয়মান সুরকার ও শিল্পী আবদুল্লাহ আল হাসিব।