লেখক: ইশরাফ সিকদার
ইনসাফ! ইনসাফ!
রক্তে লেখা আজকের দাবি,
মাটি কাঁপে, আকাশ শোনে
নিপীড়িত মানুষের হাঁক—
প্রতিবাদের অগ্নিবাণী।
ইনসাফ! ইনসাফ!
শৃঙ্খল ভাঙার শপথ নাও,
ভয় নয়, নত নয় মাথা—
সত্যের পথে হাঁটব আমরা,
এই এখনই, এই এখানেই চাও।
জিন্দাবাদ! জিন্দাবাদ!
মানুষের অধিকার,
লাঠি-গুলি থামাতে পারবে না
জাগ্রত বিবেকের ডাক—
অপ্রতিরোধ্য অঙ্গীকার।
জিন্দাবাদ! জিন্দাবাদ!
শোষিত মানুষের প্রতিজ্ঞা,
এক হাতে সাহস, এক হাতে স্বপ্ন—
ভেঙে দেব ভয়ের প্রাচীর,
আজই, এখুনি, কোনো শর্ত নয় আর।
যেখানে ইনসাফ নেই,
সেখানে শান্তি নেই—
এই শপথে রাজপথ আজ
অবিচল, দৃঢ়, অটল দাঁড়িয়ে।
ইনসাফ! ইনসাফ!
চাই! চাই! এখনই চাই!
শেষ কথা কে বলবে আজ?
জনগণ! জনগণ! তারাই!
ইনসাফ! ইনসাফ!
জিন্দাবাদ! জিন্দাবাদ!
