লেখক: জিএম ইশরাফ উদ্দিন;
এক মুঠো দেবে?
ভিক্ষা যে প্রেমের।
শান্তির সে আলো,
নিভে না কভু ফের।
ক্লান্ত এই পথ,
ঝরে গেছে রোদ,
হৃদয়ের ক্ষতে
জমেছে শুধু শোক-ব্যথা-ঘনোদ।
দু’ফোঁটা ভালোবাসা
দিলে যদি আজ,
জীবনপথে তবে
ফুটবে নতুন সাজ।
তোমার সেই হাসি
দেয় মধুর স্পর্শ,
মুঠোভরা প্রেমে
মুছে যায় সর্বনাশ।
দেবে কি তবে
একটুকু আশা?
আমার জীবন ভিজে,
তোমার ছোঁয়ায় খুঁজে পায় ভালোবাসা।
