এম. মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা অধিশাখা) ড. মো. লুৎফর রহমান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরশেদ আহমদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং কৃষি বিভাগের বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
সভায় প্রধান অতিথি ড. মো. লুৎফর রহমান বলেন, “দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ করতে হলে তরুণদের কৃষিতে উদ্বুদ্ধ করতে হবে এবং আধুনিক কৃষির প্রসার ঘটাতে হবে। মাঠ পর্যায়ের প্রতিটি কৃষককে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃষি জ্ঞানে সমৃদ্ধ করা জরুরি।”
তিনি আরও বলেন, “সরকার কৃষকদের উন্নতমানের বীজ ও সার ব্যবহারে উৎসাহিত করছে, যাতে তারা অধিক ফলন পেতে পারেন। মাঠ পর্যায়ের কৃষকেরা কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শ নিয়ে চাষাবাদ করলে ভালো ফলন সম্ভব। কৃষকের উন্নতিই জাতির সমৃদ্ধির চাবিকাঠি।”
মতবিনিময় সভা শেষে যুগ্ম সচিব ড. লুৎফর রহমান চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক কৃষকের চাষাবাদকৃত ক্ষেত-খামার সরেজমিনে পরিদর্শন করেন এবং কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।
