সংবাদদাতা:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও ইতিহাসবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

৯ নভেম্বর তিনি আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য অধ্যাপক সরোয়ার জাহান, ট্রাস্ট সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম, ট্রাস্ট সদস্য জনাব এম. আব্দুর রহিম এবং ট্রাস্ট সদস্য এডভোকেট মোহাম্মদ আবু জাফর।

ট্রাস্টি সদস্যবৃন্দ ফুল দিয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকীকে বরণ করে নেন।

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবার তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

তারা মনে করে, ড. মোহাম্মদ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকীর স্বপ্নদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।