সিবিএন:

সুপ্রীম কোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া, নোনাছড়ির কৃতি সন্তান এ্যাডভোকেট নাজমুল হাসান ছিদ্দিকী। তিনি সাউদার্ন ইউনিভার্সিটি ল’ এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতিপূর্বে এ্যাডভোকেট নাজমুল হাসান ছিদ্দিকী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আইন উপদেষ্টা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়মিতভাবে আইন পেশায় নিয়োজিত আছেন।

এ্যাডভোকেট নাজমুল হাসান ছিদ্দিকীর পিতা মাষ্টার জাবের আহমদ ছিদ্দিকী নোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি কালারমার ছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা এবং নোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও। তাঁর দাদা বশির আহমদ সওদাগর একই প্রতিষ্ঠানের অন্যতম দাতা সদস্য হিসেবে এলাকায় সুপরিচিত।

এই নিয়োগে তাঁর এলাকা এবং আইন অঙ্গনে উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্যে দেশ ও সমাজের সেবায় আরও অবদান রাখার প্রত্যাশা করা হচ্ছে।