সিবিএন ডেস্ক
চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সাজ্জাদ (২৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত আটজন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রাত সাড়ে ১২টার দিকে একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ। আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া জোনের সহকারী কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত আছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।
এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
