জি এম ইশরাফ উদ্দিন (গালিব)
তুমি-তে শুরু, তুমি-তে শেষ,
এই হৃদয় চলে কেবল তোমারই দেশ।
তোমার ছোঁয়ায় জাগে প্রত্যুষ,
রাত নামে তোমার সুরে নিঃশব্দে নিঃশেষ।
তুমি প্রণয়, তুমি বিরহ,
তুমি নীরব রাতের গভীর আহ্বান।
তোমার ছোঁয়ায় নরম হাওয়া,
তুমি ছাড়া জীবন শুধু এক অপূর্ণ গান।
হৃদয়ের গভীর গোপন সুরে,
বাজে অনুক্ষণ তোমারই নাম।
তুমি নিঃশ্বাস, তুমি জীবন,
তুমি আমার চিরন্তন ধ্বনি-ধাম।
তুমি চোখে নীল আকাশের ছায়া,
ঠোঁটে বসন্তের প্রথম গান।
তুমি ভালোবাসার একমাত্র নাম,
তুমি অভিমানেও ভালোবাসার মান।
তুমি ছাড়া শূন্য এ ভুবন,
তুমি ছাড়া থেমে যায় সময়।
তোমাতে বাঁধা জীবনের ডোর —
তুমি-তে শুরু, তুমি-তে শেষ —এ আমার প্রিয়তম পরিচয়।
