এডভোকেট ইউসুফ আরমান
বন্যার সময় প্লাবিত হয়
শুধু দুর্ভোগ বাড়ে,
অসহায় হয়ে পড়ে সবে
নিজ এলাকা ছাড়ে।
কেবল বাঁধের ওপর গিয়ে
তারা নেয় আশ্রয়,
পানি বন্দি হবার কারণে
ভীষণ কষ্ট হয়।
ভেসে গেল হাঁস মুরগি গরু
ভাসমান লাশ গুলো,
মানুষের আর্তচিৎকার
কিছু ধরতে পারলাম নাকো
বন্যা শেষে মানব মাঝে
ধরবে কত রোগে,
দয়াল বিধি ফেলবে মোদের
কতো আর দূর্ভোগে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।