আন্তর্জাতিক বাজারে চিনির দাম বিগত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে আজ শুক্রবার (২৭ অক্টোবর) খাদ্যপণ্যটির দর কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২ দশমিক ১ শতাংশ বা শূন্য দশমিক ৫৯ সেন্ট। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৭ দশমিক ০৪ সেন্টে।
গত বুধবার যা ছিল ২৮ দশমিক শূন্য সেন্ট। বিগত ১ যুগের মধ্যে তা ছিল সবচেয়ে বেশি।
একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৭ শতাংশ বা ১২ ডলার ৪০ সেন্ট। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৩৪ ডলার ৭০ সেন্টে।
ডিলাররা বলছেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে চিনির ব্যাপক উৎপাদন হয়েছে। প্রত্যাশার চেয়ে যা অনেক বেশি। ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমে ৬৩৬ মিলিয়ন মেট্রিক টন চিনি তৈরি হয়েছে।
এ অবস্থায় বিশ্ববাজারে চিনির সরবরাহ বাড়তে পারে বলে জোরালো সম্ভাবনা জেগেছে। ফলে ভোগ্যপণ্যটির বৈশ্বিক মূল্য হ্রাস পেয়েছে।
