প্রেস বিজ্ঞপ্তি :
কুরআন-সুন্নাহর আলোকে পুরো জীবনাধারা পরিচালনা করাই মু’মিনের বৈশিষ্ট্য। সভ্যতার নামে পশ্চিমা অপসংস্কৃতির চর্চা, নববর্ষ বরণের নামে থার্টি ফাস্ট নাইট উদযাপনের মত বেহায়াপনা, ক্রীড়াপ্রেমের নামে ইহুদী-নাসারাদের প্রতি ভালোবাসা প্রকাশ কোন ঈমানদারের কাজ নয়। সুস্থ, সুন্দর, নিরাপদ, সভ্য সমাজবিনির্মাণের লক্ষ্যে যাবতীয় অপসংস্কৃতি-বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

রামু চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ৩৫ তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে বিশিষ্ট ওলামায়েকেরাম একথা বলেন। বক্তারা চিরন্তন মুক্তির লক্ষ্যে রাসুলে কারীম স. এর শাশ্বত আদর্শের ছায়াতলে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) থেকে রামু কলঘর বাজার ময়দানে শুরু হওয়া এ দ্বীনি মাহফিল জুমাবার (৩০ডিসেম্বর) বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

দুই দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে তাকরীর পেশ করবেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. এর খলিফা, বেফাকুল মাদারিসের নির্বাহী সদস্য আল্লামা মুফতি ওমর ফারুক সন্দ্বীপী, আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, আল্লামা হাফেজ হাসান জামিল, রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আলম আরমানী, জামিয়া মাদানিয়া শুলকবহর চট্টগ্রামের মুহাদ্দিস আল্লামা হাফেজ আহমদ গনি, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা হাফেজ আব্দুল হক, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হারুন জদিদ, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়ে শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি, রামু মাজহারুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুখলেসুর রহমান, তরুণ আলিম মাওলানা হাফেজ রহিম উদ্দিন প্রমুখ।

তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ও মাওলানা অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত দুই দিনের ইসলামী মহাসম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ, মহেশখালী জামিয়া আরবিয়া গোরকঘাটার মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুল গফুর, জামিয়া দারুল উলুম চাকমারকুলের পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ, কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আলী, রামু মাজহারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন, জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, জোয়ারিয়ানালা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শামসুল হক, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির।
সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও বিভিন্নভাবে সহযোগিতাকারী ও অংশগ্রহনকারী সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন, ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন।