মোঃ আশফাক উদ্দীন আরফাত:

কক্সবাজার জেলার স্বনামধন‌্য শিক্ষা প্রতিষ্টান `ঈদগাহ্ আদর্শ শিক্ষা নি‌কেতন (‌কে‌জি স্কুল)` এর প্রতিষ্টার তিন যুগ পূ‌র্তি ও প্রাক্তন শিক্ষার্থী‌দের পূনর্মিলনী উৎস‌ব উপল‌ক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থী‌দের নি‌য়ে গ‌ঠিত উদযাপন প‌রিষ‌দের প্রস্তু‌তি সভা ১২ জুলাই(মঙ্গলবার) বিদ‌্যাল‌য়ের হল রু‌মে সম্পন্ন হয়।

উদযাপন প‌রিষ‌দের আহবায়ক মামুন অর র‌শি‌দের সভাপ‌তি‌ত্বে, সদস‌্য স‌চিব শ‌হিদুল ইসলা‌মের সঞ্চালনায় প্রস্তু‌তি সভা সম্পন্ন হয়। সভায় আলোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লো পূন‌র্মিলন উদযাপন প‌রিষ‌দের স‌মন্বয়ক আবুল মনসুর আহমদ, মো‌র্শেদুল ক‌রিম এবং সজল কা‌ন্তি দে। উদযাপন প‌রিষ‌দের সকল নেতৃবৃন্দ এবং ১৯৯৫-২০২১ সাল পর্যন্ত সকল এসএস‌সি ব‌্যা‌চের প্রতি‌নিধিগণ উপ‌স্থিত ছি‌লো।
সভায় উপ‌স্থিত সর্ব সম্ম‌তি ক্রমে পূন‌র্মিলনী উৎসবের তা‌রিখ নির্ধারন করা হ‌য়েছে চল‌তি বছ‌রের ২৪ ডি‌সেম্ব‌র রোজ-শ‌নিবার।

উদযাপন প‌রিষ‌দের আহবায়ক মামুন অর র‌শিদ সভাপ‌তি‌র বক্ত‌ব্যে ব‌লেন নিবন্ধন সংক্রান্ত ও‌য়েব পোর্টাল তৈ‌রির কাজ চলমান র‌য়ে‌ছে। সর্ব‌শেষ আপ‌ডেট জান‌তে স্কু‌লের প্রাক্তন শিক্ষার্থী‌দের সমন্ব‌য়ে গ‌ঠিত ফেইসবুক পেইজ, গ্রুপ এবং স্ব স্ব ব‌্যাচ প্রতি‌নি‌ধি‌দের সা‌থে সার্বক্ষ‌নিক যোগা‌যোগ রাখার জ‌ন্যে অনু‌রোধ ক‌রেন।