এম.কলিম উল্লাহ
মিথ্যার বানে যায় ভেসে যায়
মহা সত্যের বাণী,
বেহায়পনার কাছে হারে
লজ্জা ও তার গ্লানী।
জয়ের চাপে চিন্তায় থাকে
পরাজিত মত,
টাকার কাছে বিক্রিত হয়
লুণ্ঠিত জনমত।
আশার ছলে যায় হারিয়ে
সত্য ন্যায়ের ভার,
ডুবন্ত সেই আশার আলো
উঠবে কি ভাই আর!
সুন্দর বিশ্ব গড়তে-বন্ধু
নিজে করো শুরু,
মিলবে তবে দায়িত্বের ভার
মানবে সবাই গুরু।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।