বার্তা পরিবেশক :
সাংবাদিক সংসদ কক্সবাজারের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ নভেম্বর ২০২১ সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি আনোয়ার হাসান চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এস.এইচ মুক্তা, সিনিয়র সদস্য শফিউল হক রানা, মো: মীর মোশারফ হোসেন, ছানাউল করিম, অাবুল কাসেম ও শাহ নেওয়াজ প্রমুখ।
সভায় বলা হয়, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজার। এটি জেলার সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার অালোকিত মূখ গণমাধ্যম কর্মী অানোয়ার হাসান চৌধুরী অাজ থেকে একযুগ আগে একদিন হঠাৎ সিদ্ধান্তে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তন (২য় তলায়) প্রতিষ্ঠা করেন। এসময় সাথে ছিলেন ২/৩ জন প্রতিষ্ঠাকালিন গণমাধ্যমে জড়িত বন্ধু।
বলা বাহুল্য যে, সংগঠনটি সময়ের পরিক্রমায় সর্বস্তরে পরিচিতি লাভ করলে সাথে থাকা একটি অসৎ পক্ষের লৌলুপ দৃষ্টি পড়ে। যারা এ সংগঠনে বহু পরে জড়িত হয়ে সদস্য পদ লাভ করেন মাত্র। ঘাপটি মেরে থাকা এসব সুযোগ সন্ধানি বিএনপি-জামায়াতের আপনজনরা সময়ের প্রয়োজনে ঠিকই ছোবল মারতে শুরু করে? যা কোনমতে, কারো কাছে কাম্য নয়। প্রযুক্তি দুনিয়ায় সব ডকুমেন্টস আছে। এসব বলে দিবে সংগঠন কার, কে করেছিল, কারা শুরু থেকে জড়িত ছিলো, কে কখন এসেছিল, সংগঠন কোন সময় কি কি করেছে, কার নেতৃত্বে হয়েছিল। সুতরাং সাধু সাবধান!
সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
