সময়নিউজ :
জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার আগে পৃথিবীতে ছেড়ে যেতে চান না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তিনি এখনো নিজেকে তরুণ মনে করেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় এরশাদ বলেন, ‘আমি নিজেকে যুবক ভাবি। আমি বলে আমার বয়স ৪০ বছর। তার কারণ আমি যখন গ্রামে যায়, মহিলারা দেখতে আসে। তারা বলে উনার এতো বয়স মনে হয়না। ওইটাই প্রমান করতে চাই আমার বয়স হয়নি। আমি জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার পরে মরতে চাই। সব কিছু আল্লাহ উপর নির্ভর করে।’
এছাড়া তিনি আরও বলেন, ‘মনের মধ্যে আমার শক্তি আছে। মানুষ বলে আমার বয়স হয়নি। এই কথায় শুনতে আমি তাদের কাছে যায়। আমি সুস্থ আছি সারা দেশ চষে বেড়াচ্ছি। বার্ধক্য আমাকে স্পর্শ করেনি। তার একটাও কারণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই আমি।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।