আবু তালেব চেয়ারম্যান – করিম সিকদার ও কাউছার জাহান ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আনোয়ার হোছাইন ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে কোন্ প্রার্থী কত ভোটে জিতে নবগঠিত এ উপজেলার ইতিহাসের পাতায় স্থান করে নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন তা জানতে উন্মুখ হয়ে আছেন উপজেলার লাখো জনগণ।

বেসরকারি প্রাপ্ত ফলাফলে জানা যায়, টেলিফোন প্রতীকের আবু তালেব ১৬৬৭২ ভোটে নির্বাচিত হয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের সামসুল আলম পেয়েছেন ১২৬৩৮ ভোট,আনারস প্রতীকের মোহাম্মদ সেলিম আকবর পেয়েছেন ৬০২১ ভোট,দোয়াত কলমের কতুব উদ্দিন চৌধুরী পেয়েছেন ১০৪৫ ভোট ও ঘোড়া প্রতীকের নুরুল কবির পেয়েছেন ২০৭ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের আহমদ করিম ২৬৮৭৮ ভোট পেয়ে অত্র উপজেলার প্রথম পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের বোরহান উদ্দিন মাহমুদ পেয়েছেন ৫৯৮৩ ভোট।এছাড়া ৩৬৫৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন টিউবওয়েল প্রতীকের মোহাম্মদ আরিফ মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের কাউসার জাহান ১৭৬৩৩ ভোট পেয়ে প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের রেহেনা আক্তার পেয়েছেন ৭৪৫৩ ভোট।এছাড়া প্রজাপতি প্রতীকের মেহেনূর আক্তার পাখি ৫৯৭১,পদ্মফুল প্রতীকের শাহেনা পারভীন লাকী ৩২০৬ ও হাঁস প্রতীকের হামিদা তাহের পেয়েছেন ২২০৩ ভোট।

উল্লেখ্য,কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক হয়ে পাঁচ ইউনিয়ন নিয়ে ঈদগাঁও উপজেলা গঠন হওয়ার পর এটাই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন। এর ভোটার সংখ্যা ৮৮৭৫৮, কেন্দ্র সংখ্যা ছিল ৩৬।

২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম উপজেলা পরিষদ নির্বাচন সহিংসতা, কেন্দ্রে প্রভাব বিস্তারের দাবিতে সড়ক অবরোধ, প্রার্থীর উপর হামলা, মোটর সাইকেল প্রার্থীর সমর্থকদের হামলায় টেলিফোন প্রার্থীর সমর্থক ছফুর আলম(৩৫) নামের এক কর্মীকেনছুরিকাহাতে খুনসহ নানা ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত এ আলোচিত নির্বাচন সম্পন্ন হয়। নিহত যুবক উপজেলার পোকখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মালমুরা পাড়ার নুর উদ্দিনের ছেলে।এছাড়াও বিভিন্ন স্থানে আরো কয়েকজন আহত হয়।