নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা।

তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সবার আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে আগামীতে শৃঙ্খলা ব্যবস্থা আরো উন্নত করতে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

শৃঙ্খলা কমিটির এই সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, পরিচালক (এইচআর) খুরশিদুর রহমান, রেজিস্ট্রার রাজিদুল হক, প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মোহাম্মদ বদিউল আলম, এবং আইন বিভাগের চেয়ারম্যান গোলাম মওলা।

সভাপতি মাহবুবা সুলতানার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শৃঙ্খলা কমিটির সভা সমাপ্ত হয়।