আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে চোরাচালানী মালামালসহ ৩ জনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। অভিযানে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ চাকঢালা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৪ হতে আনুমানিক ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে মিয়ানমারের উদ্দেশ্যে পাচারকালে ১২০টি কম্বলসহ তিনজন আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলো- চাকঢালা বাজারপাড়া মোঃ হানিফের পুত্র মোঃ মহিব উল্লাহ, ফুজুরছড়ার বাসিন্দা আলী হোসেনের পুত্র মোঃ জিয়াউর, চেরারমাঠের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোঃ ওসমান তারা সবাই বান্দারবানের নাইক্ষ্যংছড়ি, উপজেলার বাসিন্দা।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এ ধরনের অভিযান কক্সবাজার সীমান্ত এলাকায় জননিরাপত্তা ও জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বিজিবির বাড়তি তৎপরতায় সীমান্তে চোরাচালান ও মাদকের প্রবাহ দৃশ্যমানভাবে কমে এসেছে, ফলে সাধারণ মানুষও নিরাপত্তা ও স্বস্তি অনুভব করছে।