সিবিএন ডেস্ক
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায়ের দিন আগামী ১৩ নভেম্বর ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ ঘোষণার কথা জানায়।
এর আগে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন। প্রসিকিউশন শেখ হাসিনা ও কামালের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) দাবি করে।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন পলাতক আসামি শেখ হাসিনা ও কামালের পক্ষে তিনদিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং তাদের খালাসের আবেদন জানান। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষ থেকেও খালাস চাওয়া হয়।
প্রসিকিউশন তাদের যুক্তিতে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম, খুন ও সহিংসতার ঘটনাগুলো তুলে ধরে বলে জানায়।
মামলায় ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। আনুষ্ঠানিক অভিযোগের পৃষ্ঠা সংখ্যা ৮ হাজার ৭৪৭, যার মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮, প্রমাণাদি চার হাজার পাঁচ ও শহীদ তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠা।
গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
