সিবিএন ডেস্ক ;
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমাইরা খানম জেরীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক আল মুনতাছির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি হুমাইরা খানম জেরীন গত কার্যবর্ষে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব এবং শাখাকে সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে নিতে চাই।”
অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির, যিনি গত কার্যবর্ষে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্ষসেরা সংগঠক নির্বাচিত হন, বলেন, “প্রতিটি সদস্যের বিকাশে কাজ করে যাব। নতুন দায়িত্বে সবার সহযোগিতা ও পরামর্শে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠনে রূপ দিতে চাই।”
