আজিজুর রহমান রাজু, ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ঈদগাহ রশিদ আহমদ কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় দেখা দিয়েছে চরম হতাশাজনক চিত্র। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলেজটির পাশের হার মাত্র ১৮ শতাংশ।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মোট ৪৭৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মাত্র ৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ পাশের হার দাঁড়িয়েছে ১৮ শতাংশেরও কম, যা কলেজটির ইতিহাসে সবচেয়ে নাজুক ফলাফল বলে মনে করা হচ্ছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়— বিজ্ঞান বিভাগে ১১ জনের মধ্যে ৬ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ জনের মধ্যে ১০ জন এবং মানবিক বিভাগে ৩২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৬৮ জন।
পুরো কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন শিক্ষার্থী, যা ফলাফলের শোচনীয় অবস্থাকে আরও প্রকট করেছে।
ফলাফল প্রকাশের পর কলেজজুড়ে হতাশার ছায়া নেমে এসেছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষক সংকট, একাডেমিক তদারকির অভাব ও পাঠদানের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের ফলাফলও হয়েছে ব্যর্থতার প্রতিচ্ছবি।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য দিতে রাজি হননি।
