সিবিএন:
আমেরিকা প্রবাসী সন্দ্বীপের রহমতপুর নিবাসী আবুল মোকাররম আর নেই ।(ইন্নালিল্লাহি..রাজেউন) । তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে ১৫ অক্টোবর বাংলাদেশ টাইম ৫.২৫ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
মরহুম আবুল মোকাররম ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বারী মল্লিকের শ্বশুর , মিসেস কানিজ ফাতিমা ও নাহিদ ফাতিমার পিতা। ক্যাপ্টেন নাভিন সুমেইত মল্লিক ও আরিজা মুমতিহান মল্লিক এর নানা।
পরিবার সুত্রে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর মরহুমের লাশ বাংলাদেশে পৌছাবে। শুক্রবার বাদ জুমা সিএমএইচ মসজিদে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, আমেরিকা প্রবাসী আবুল মোকাররম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিবিএন সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য মরহুম আবুল মোকাররম অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরীর জামাতা ক্যাপ্টেন নাভিন সুমেইত মল্লিক এর নানা।
