সিবিএন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন

🗓️ ভর্তি প্রক্রিয়া:

  • ভর্তি শুরু: শনিবার, ২৮ জুন ২০২৫

  • শেষ সময়: সোমবার, ১৫ জুলাই ২০২৫

  • রেজিস্ট্রেশন ফি জমার সময়: ২৯ জুন থেকে ১৬ জুলাই

✅ অনলাইন ভর্তি ফরম পূরণের নির্দেশনা:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (🌐 www.nu.ac.bd/admissions) গিয়ে নিচের ধাপে ভর্তি ফরম পূরণ করতে হবে:

  1. Applicant Login এ গিয়ে Honours Login অপশন সিলেক্ট করুন।

  2. আপনার Application ID ও PIN দিয়ে লগইন করুন।

  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তি ফরম পূরণ করে এর একটি প্রিন্ট কপি বা PDF সংগ্রহ করুন।

💳 রেজিস্ট্রেশন ফি জমা:

প্রথম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫৬৫ টাকা রেজিস্ট্রেশন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং/সরাসরি কলেজে জমা দিতে হবে।


📄 ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র:

ভর্তি ফরম জমা দেওয়ার সময় শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে:

  1. ✅ অনলাইন আবেদন ফরম (ভর্তি ফরম)

  2. 🧾 ভর্তি পরীক্ষার Admit Card

  3. 🧾 এসএসসি মার্কশিট ও সনদপত্র

  4. 🧾 এইচএসসি মার্কশিট ও সনদপত্র

  5. 🧾 এইচএসসি প্রশংসাপত্র (Testimonial)

  6. 🪪 জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি

  7. 🧾 NID না থাকলে জন্মনিবন্ধনের ফটোকপি

  8. 📸 পাসপোর্ট সাইজের ছবি – ২ থেকে ৩ কপি


📌 গুরুত্বপূর্ণ টিপস:
👉 নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি নিশ্চিত না করলে মেধা তালিকা বাতিল হতে পারে।
👉 সঠিক তথ্য দিয়ে অনলাইনে ফরম পূরণ করুন এবং কাগজপত্র একাধিক কপি করে রাখুন।

🎓 সবার জন্য শুভ কামনা!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন যাত্রায় অভিনন্দন!