ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মুহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গত বছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে মনিরুল মওলা, ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে আহসানুল আলমসহ মোট ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযোগ করা হয়, ‘মুরাদ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের নামে এই বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয় জালিয়াতির মাধ্যমে, যা পরে আত্মসাৎ করা হয়।
